| সিটিজেন চার্টার | ক্রঃ নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবা গ্রহণকারী ব্যক্তি / সংস্থা | সেবার স্থান | সেবা প্রাপ্তির সময় সীমা | সেবাদানকারী কর্তৃপক্ষ |
|
| ১
২.
| আত্মসামাজিক উন্নয়ন ও সুরক্ষা কর্মসূচী
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ
| ১. ভিজিডি কর্মসূচীঃ এই কর্মসূচীর আওতায় দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলাদের মাসিক ৩০ কেজি হারে খাদ্য নিরাপত্তাসহ আয়বর্ধক ও সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান
২. মাতৃত্বকাল ভাতাঃ দুঃস্থ অসহায় গ্রামীণ নারীদের মাসিক ৩৫০/- টাকা হারে ভাতা প্রদান ও সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান।
৩. ঋণ কার্যক্রমঃ- আত্ম কর্মসংস্থানের জন্য সহজশর্তে মাসিক কিস্তিতে ক্ষুদ্র ঋণ প্রদান
অভিযোগকারীর নিকট হতে আবেদন গ্রহণ ও উপজেলা কমিটির মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগের মিমাংসা করণ।
| দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলা
১ম অথবা ২য় গর্ভকালীন দুঃস্থ অসহায় গ্রামীণ নারী
প্রশিক্ষেত / দুঃস্থ অসহায় গ্রামীণ নারী
নির্যাতিত নারী ও শিশু | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও নির্বাচিত এনজিও
ঐ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ঐ | ০২ বছর
ঐ
১০ মাস ২৪ মাস
আবেদন প্রাপ্তির সাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ। | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ঐ
ঐ
ঐ
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস